Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রাপ্তির ধাপসমূহ

অনুসন্ধান করুন

# শিরোনাম ডাউনলোড
গ) ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায়ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান : কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারীর আবেদন প্রাপ্তির ১(এক)মাসের মধ্যে ঘুর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২ মাসের মধ্ বিতরণ করা হয়।
চ) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ : মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে থাকে। আবেদন এবং অ
ঙ) বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ : মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীতসক্রিয় মহিলা সংগঠনসমূহের অনুদান প্রাপ্তির আবেদন সুপারিশ করে জেলা কার্যালয়ে প্রেরনকরা হয়। আবেদনের প্রেক্ষিতে ০২ মাসের মধ্যে।
ঘ) স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন : আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করা হয়। (নিবন্ধনের শর্ত পূরন সাপেক্ষক্ষ)।
খ) দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী : ২০১১-১২ অর্থবছরে ইউনিয়ন প্রতি ২৮ জন হারে ১২টি ইউনিয়নে ৩৩৬ জন এবং ২০১০-২০১১ অর্থবছরে ইউনিয়ন প্রতি ০১ জন হারে ১২ টি ইউনিয়নে ১২ জন সর্বমোট ৩৪৮ জন উপকারভোগীর মাঝে মাসিক ৩৫০/- টাকা হারে ২৪ মাস চলমান।
ক) দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) - প্রতি মাসে ৩০কেজি খাদ্য শস্য বিনামূল্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ যা ২৪ মাস ব্যাপি চলমান।